সূরা ফীল (অর্থসহ)

বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম

উচ্চারণ ঃ আলাম তারা কাইফা ফ‘লা রাব্বুকা বিআছহা-বিল ফীল । আলাম ইয়াজ‘আল্ কাইদাহুম ফী তাদ্বালীলিওঁ , ওয়া আরসাল ‘আলাইহিম ‘তাইরান আবা-বীল । তারমীহিম বিহিজা-রাতিম মিন সিজ্জীল, ফাজা‘আলাহুম কায়াছফিম ম‘কুল ।

অর্থ ঃ[ হে মুহাম্মদ (সাঃ) ] আপনি কি দেখান নাই হস্তির মালিকের সহিত আপনার প্রভৃ কিরুপ ব্যাবহার করিয়াছেন তিনিই কি তাহাদের চক্রান্ত ব্যর্থ করেন নাই ? এবং তিনি তাদের প্রতি আবাবীল পাখির ঝাঁক পাঠিয়েছেন । পাখিগুলি তাহাদের প্রতি কংকার জাতীয় পাথর নিক্ষেপ করিয়াছিল । (উহা দ্বারা) তিনি তাহাদিকে ভাক্ষিত ভূষির ন্যায় (অকর্মণ্য) করিয়াছিলেন ।