সূরা লাহাব (অর্থসহ)

বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম

উচ্চারণ ঃ তাব্বাত ইয়াদা-আবী লাহাবিঁও ওয়া তাব্বা । মা-আগনা-‘আনহু মা-’লুহু ওয়ামা-কাসাব । ছা-ইয়াছলা-না-রান-যা-তা  লাহাবিঁও ওয়ামরাতুহু ।হাম্মা-লাতাল হাতাব, ফী জীদিহা-হাবলুম মিম্ মাসাদ ।



অর্থ ঃ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হইয়াছে এবং নিজেও ধ্বংস হইয়াছে । তাহার ধন-সম্পদ এবং সে যাহা বিছু উপার্জন করিয়াছে তাহা কোন কাজে আসে নাই । শীঘ্রই সে শিখাযুক্ত অগ্নিতে দাখিল হইবে এবং তাহার কাষ্ঠ বহনকারিণী স্ত্রীও উহাতে দাখিল হইবে । তাহার গলদেশে খেজুর ছালের তৈরি রজ্জু থাকিবে ।