সূরা মাঊন (অর্থসহ)

বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম

উচ্চারণ ঃআরাইতাল্লাযী  ইউকায্ যিবু বিদ্দীন । ফা-যালিকাল্লাযী ইয়া দু‘উল ইয়াতীম । ওয়া লা-ইয়াহুদ্দু ‘আলা-ত্বাআ-মিল মিসকীন । ফাওয়াইলুল লিলমুছাল্লীন । আল্লাযীনা হুম আন সালা-তিহিম সা-হুন । আল্লাযীনা হুম ইউরা-ঊনা ওয়া ইয়ামনাঊনাল মাঊন ।

অর্থ ঃ[হে মুহাম্মদ (সাঃ)] আপনি কি তাহাকে দেখিয়াছেন যে ব্যাক্তি কিয়ামতকে মিথ্যা বলতেছে ! ইয়াতীমগণকে নিরাশ করিতেছে  এবং মিসকীনগণকে খাদ্যদানে মনোনিবেশ করিতেছে না । অনন্তর সেই সকল নামাযীদের জন্য আফছুছ ! যাহারা নিজেদর নামাযের প্রতি উদাশীন, যাহা উহা করে লোক দেখানোর জন্য এবং গৃহস্থলীর প্রয়োজনীয় দ্রব্য অন্যকে দিতে নিষেধ করে ।