নামাযের প্রয়োজনীয় তাসবীহ ওদোয়া

জায়নামাযের দাঁড়াইয়া পড়িবার দোয়া-
উচ্চারণ ঃ ইন্নী ওয়াজ্জাহাতু লিল্লাযী ফাত্বারস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাঁও ওয়ামা-আনা মিনাল মুশরিকিন ।

তাকবিরে তাহারিমা-
উচ্চারণ ঃ আল্লা-হু আকবার ।

ছানা (সুন্নাত)
উচ্চারণ ঃসুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাছুমুকা ওয়া তায়া-লা-জাদদুকা ওয়া লা-ইলা-হা গইরুকা ।

তায়াইউজ (আউযুবিল্লাহ)
উচ্চারণ ঃ আঊযুবিল্লা-হি মিনশা শাইত্বা-নির রাজীম ।

তাসমিয়া ( বিসমিল্লাহ)
উচ্চারণ ঃ বিসমিল্লা-হির রহমা-নির রহীম

রুকুর তাসবীহ
উচ্চারণ ঃ সুবহানা রাব্বিয়াল আজীম ।

রুকু হইতে খড়া হইবর তাছমী
উচ্চারণ ঃ সামিআল্লা-হু লিমান হামিদাহ্ ।

তাছমির পরে পড়িবর তাহ্ মিদ
উচ্চারণ ঃ রাব্বানা-লাকাল হাম্দ

সিজদাহর তাসবীহ
উচ্চারণ ঃ সুবহা-না রাব্বিয়াল ‘আলা’

তাশাহুদ-(আত্তাহিয়্যাতু)
উচ্চারণ ঃ আত্তাহিয়্যা-তু লিল্লা-হি ওয়াস-সালা-ওয়া-তু  ওয়াত ত্বাইয়্যিবা-তু, আচ্ছালা-মু ‘আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ-হি ওয়া বারাকাতুহু, আচ্ছালা-মু আলাইনা- ওয়া ‘আলা- ‘ইবাদিল্লা-হিচ্ছালিন, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া সাসূলু ।