সূরা  কাফিরূন (অর্থসহ)

বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম

উচ্চারণ ঃ কুল ইয়া-আইয়্যুহাল কা-ফিরূন । লা-আ‘বুদ মা-তা‘বুদূন । ওয়া লা-আন্ তুম  ‘আ-বিদূনা মা-আ‘বুদ । ওয়া লা-আনা ‘আ-বিদুম মা-আ‘বাত্তুম । ওয়া লা-আন্তুম ‘আবিদূনা মাআ‘বুদ । লাকুম দ্বীনুকুম ওয়া লিয়া দ্বীন ।

অর্থ ঃ [ হে মুহাম্মাদ (সাঃ) ] আপনি বলুন! হে কাফিরগণ । আমি তাহার ইবাদত করি না তোমরা যাহার ইবাদত কর  এবং তোমরাও তাঁহার ইবাদতকরী নহে যাহার ইবাদত আমি করি , এবং আমি ইবাদতকারি হইব না  তাহার  যাহার  ইবাদত তোমরা করিতেছ এবং তোমরও ইবাদতকারী  হইবে না তাহার যাহার ইবাদত আমি করি । তোমাদের জন্য তোমাদের  ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম ।