ছোহ সিজদাহ করিবার নিয়ম

নামাযের ভিতরে শেষ বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়িয়া ডান দিকে সালাম ফিরাইয়া দুইটি সিজদাহ দিবে এবং প্রতি সিজদায় তিনবার তাসবীহ পড়িবে । তারপর বসিয়া আত্তাহিয়্যাতু, দুরূদ এবং দোয়ার মাছুরাহ পড়িয়া ডান ও বামদিকে সালাম ফিরাইয়া নামায শেষ করিবে ।